:hi kaman acan?
:(বুঝছি কেমন আছি জিজ্ঞেস করছে)
জ্বি ভালো আছি। আপনি?
ঃvalo aci. Amaky cinen?
(বুঝলাম উনি এম্নেই কথা বলে। তাই বানানের প্যাচ ধরলাম না)
না। চিনি না তো।
ঃami apnaky cini
:তাই? কেমনে?
ঃbolbo na. Sarprice
:সারপ্রাইজ বানান দেখে মেজাজ গরম হয়ে গেল। প্রোফাইলে গিয়ে দেখলাম মাশাল্লাহ সুন্দর আছে মেয়েটা। তাইলে তো সাত খুন মাফ করাই যায়।
আচ্ছা বলতে হবে না কেমনে চিনেন।
ঃki korcen?
:এইতো গল্প লিখছি। আপনি?
ঃkicu na. Apne ki madikal e poren?
:(আহারে আমার প্রফেশন এর কি যাতা অবস্থা করতেছে। দুঃখে কান্না আইসা পরছে)
জ্বি। পড়ি।
:amar o onk ecca madikal e porar
:ওমা তাই? তো আপনি কিসে পড়েন?
ঃinter e.
: অহ। কোন বিভাগে?
ঃcomarse e
:(আল্লাহ মাফ করো। এ মেয়ে কি কইতাছে এগুলা। আসলেই কি সুন্দরী মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। আমি এখানে সুন্দর বলতে গায়ের চামড়া বুঝাইছি যেটা দিয়ে আমাদের দেশে সুন্দরী বিচার করা হয়। বিশ্বাস না হলে miss world Bangladesh দেখেন। )
যাই হোক। রাগ কন্ট্রোল করে বুঝালাম যে মেডিকেলে পড়তে হলে সাইন্স এ পড়তে হয়।
:oh acca. Apni kun bishoy e dactari portesen?
:এই প্রশ্নে আমি মোটেও রাগ করিনি। আমাকে অনেক শিক্ষিত মানুষ ও প্রশ্ন করে কোন বিষয়ে ডাক্তারি পড়ি। উনারা হয়ত জানেনা তাই সুন্দরভাবে বুঝাই যে এম বি বি এস লেভেলে সব ই পড়তে হয়। পাশ করার পর পোস্ট গ্রেজুয়েশনে যে যেটায় চান্স পায়,যার যেটায় ক্যারিয়ার করার ইচ্ছা সে সেইদিকেই যায়। মেয়েটাকেও বুঝালাম।
হয়ত লজ্জা পাইছে এমন প্রশ্ন করে।
ঃacca tik aca. R akdin katha hbe.
: অকে।
তারপর থেকে দেখি আমার পুরো প্রোফাইল লাভ রিয়েক্ট এর বন্যায় ভাসিয়ে দিয়েছে। আমার এমন স্ট্যাটাস আছে যেটায় আমি পারলে ১০০ হাহা দিতাম সেটাতেও তার লাভ রিয়েক্ট। ছবিতে কমেন্ট ও করে। কিন্তু এমন বাংলিশ লিখে যে আমি রিপ্লে দেওয়ার সাহস করতে পারিনা।
কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিছিলাম "মেয়েদের নক দেওয়ার নতুন টেকনিক হল মাই ডে তে রিয়েক্ট করা""।
সেদিন রাতেই দেখি এক পিচ্চির সাথে ছবি দিছে মাই ডে তে। আমি দেখছি। কিন্তু কোন রিয়েক্ট দেইনি।
কিছুক্ষন পরেই মেয়ের ম্যাসেজ।
ঃamar vagina dekhsan?
:(আস্তাগফিরুল্লাহ। আমি উনার এটা দেখতে যাব কেন।ছি ছি কি বলে উনি।)
না না। কি বলেন এসব?
: mitta bolban na. Apni dekhsan
:আপু আমি সত্যি বলতেছি আমি এসব দেখি নি।
:dekhsan gani. Amr vagina sundor na?
ঃ(তওবা তওবা। আল্লাহ মাফ কর।)
কি সুন্দর?
ঃmy day te ami r amar vagina
:অহ আচ্ছা। (হাঁফ ছেড়ে বাঁচলাম। ভাগিনা বলছে) হ্যাঁ সুন্দর।
ঃapneo onak shundor
কি জানি এক কাজে ছিলাম এই ম্যাসেজ টা আর দেখা হয়নি। নইলে কেউ আমাকে সুন্দর বলছে এই খুশিতে হোস্টেলে পার্টি দিতাম। আর প্রধান প্রাক্তন প্রেমিকাকে গিয়ে এই ম্যাসেজ টা দেখাতাম আর বলতামঃ
হে লুক! খুব তো বলেছিলা আমার সাথে পিরিত করে শুধু শুধু তোমার সময় নষ্ট হইছে। আমি ক্ষেত। দেখতে টেলি সামাদের মত। টিংটিংয়া। শুকনা, চিকনা বেতের মত। অপুষ্টির শিকার। আমার চেহারা আয়নায় দেখার জন্য আয়না কিনে দিয়েছিলি। দেখ এক মেয়ে আমাকে সুন্দর বলেছে!! কি হিংসে হচ্ছে?? আমার মত হতে চাও? আমার জীবনে আবার আসতে চাও?? নো ওয়ে। আর আসতে পারবা না। আমি এখন ফেমাস হয়ে গেছি। জানি তোমার খারাপ লাগছে। কাইন্দো না। এই নাও চকলেট। খেতে খেতে মরে যাও। না থুক্কু বাসায় যাও।
কিন্তু আফসোস, প্রধান প্রাক্তন প্রেমিকা তো আমার এই আইডি সহ আমার বাকি আইডি গুলো ব্লক করেছে। তাও আপনাদের আইডি গুলোর নাম বলি। রিকু দিয়েন। আমি একটিভ লাইকার। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পাশে থাকলে পাশে পাবেন।
আইডি গুলো ঃ
১. একটিভ লাইকার জাবেদ
২.আমি জাবু,বেচি লেবু
৩,প্রেমহীন আমি
৪.বড় কষ্টে আছি
৫.বুকে বড় ব্যাথা, নাই আমার কাঁথা
৬.জ্বলে আগুন বুকেতে,দে আগুন নিভাইয়া দে
৭.তোমার পাগল ঝগলু
আরও আছে। নিজেই ভুলে গেছি।
যাই হোক হাজার ব্যস্ততায় মেয়েটার কথা ভুলেই গিয়েছিলাম। একদিন হঠাৎ নক দিল।
ঃkicu mone na korla ekta katha boltam
:কি মনে করব আবার?বলে ফেলুন।
:apnr phone number....
ইয়ূস। আমার ফোন নাম্বার চাইছে। ১ সেকেন্ডের ভিতর দিয়ে দিলাম। ০১৭......
ঃr e na. Apnar number amar kace ache
: ওয়াও। এত ভালবাসেন আমাকে??আগেই নাম্বার যোগাড় করে ফেলছেন??
(খুশিতে লাফ দিতে গিয়ে খাট থেকে পরে গেলাম। হালকা ব্যাথা পাইছি তবে বলা যাবে না)
ঃapnr number to amader collage er shobar kachai ache
(এই মেসেজ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সাউন্ড বক্সে 'লুংগি ডান্স' গান ছেড়ে নাচতে লাগলাম। আবেগে গিট্টু খুলে গেছে। কোনমতে গিট্টু আটকিয়ে আবার মেসেজ দিলাম)
ঃওমা তাই নাকি? আমাকে সবাই চিনে?
ঃhmm cine
:কেমনে? বলেন না প্লিজ।
(আগে আমি মেসেজ সিন করে রেখে দিতাম ভাব নেওয়ার জন্য। এখন সুযোগ পেয়ে মেয়ে ভাব নিচ্ছে। মেসেজ সিন করে উত্তর দিচ্ছে না)
সেদিন কম করে হলেও ১০০০ মেসেজ দিছি। সিন করে রেখে দিছে। উত্তর দেয়না।
আমার তো টেনশন এ ঘুম হারাম হয়ে গেছে।
কিভাবে চিনে এত মেয়ে? সবাই কি আমাকে ভালবাসে?
আচ্ছা সবাইকে ভালবাসা আমার পক্ষে সম্ভব??
দুই তিনদিন ক্লাসেই যাইনি। শুধু চিন্তা করতেছি কি করব এত মেয়ে আমাকে পছন্দ করে।
ভাগ করে ফেললাম,
কলেজে যদি ২০০ মেয়ে আমাকে পছন্দ করে তাহলে যার প্রোফাইল পিকচার এ ৩০০+ লাইক,১০০+ আগুন সুন্দরী কমেন্ট থাকবে তার সাথে আগে প্রেম করব। তারপর লাইক কমেন্টের অধঃক্রমে বাকিদের সাথে। আমি আবার খুব নরম মনের মানুষ। কাউকেই না করতে পারিনা।কার সাথে কোথায় ডেটিং এ যাব সব এক ডায়েরি তে লিখে ফেললাম। পরে আবার ভুলে যেতে পারি। আর সবার সাথে প্রেম করা শেষ হলে একটা গেট টুগেদার করে বিদায় অনুষ্ঠান করব। ভাবা যায় কি সুন্দর মুহুর্ত হবে??
আর গেট টুগেদারে চিফ গেস্ট থাকবে আমার প্রধান প্রাক্তন প্রেমিকা। বেচারি নিশ্চয়ই হিংসেয় মরেই যাবে!!
বিশেষ অতিথি থাকবে আমার সহকারী প্রাক্তন প্রেমিকা।
অনুষ্ঠান পরিচালনা করবে এসিস্ট্যান্ট সহকারী প্রাক্তন প্রেমিকা।
খাওয়া দাওয়ার দায়িত্বে থাকবে আমার অর্থ সম্পাদিকা প্রাক্তন প্রেমিকা। বেচারির কাছ থেকে টাকা নিয়ে বাকিদের সাথে ডেটিং এ যেতাম। যাক সেদিন এক গামলা চাক্কুপিনু খাওয়াব নে তাকে। জীবনে তো তাকে এক চামচ লবণ ও খাওয়াইলাম না।
তারপর গেট টু গেদার শেষে সবার সাথে একখান গ্রুপ সেলফি তুলে আপলোড দিমু,
কি হিংসে হয়?শালা গরীব??
এতসব প্ল্যান করে রাখলাম অথচ সেই ললনার আর খোঁজ ই পাচ্ছিনা। ক্লাস, ওয়ার্ড,এক্সাম,খাওয়া দাওয়া, ঘুম বাদ দিয়ে তার আইডি তে ঘুরি।
কিন্তু তার নামের পাশে সবুজ বাত্তি আর তো জ্বলে না!!
কিছুদিন যাবত অচেনা নাম্বার থেকে বারবার ফোন আসছে। উলটাপালটা কথাও বলছে। কেউ কেউ গালিও দিচ্ছে। এত গালি খেয়ে ভাবি আর ফোন ই ধরুম না। কিন্তু মনের ভিতর কুঁতকুঁত করে। এই বুঝি ললনার ফোন এল।
বেশ কিছুদিন এমন অত্যাচার সহ্য করার পর বালিকা একদিন মেসেজ দিল। যা বলল সবাইকে বললে মানসম্মান থাকবে না,সাথে চাকরিও থাকবে না।
সার সংক্ষেপ এ বলিঃ
কে বা কারা মহান হৃদয়বান পুরো শহরের প্রতিটা অলিতে গলিতে আমার ছবি দিয়ে পোস্টার বানাইয়া লাগাইছে। আর নিচে সুন্দর করে লেখাঃ
১.গ্যাসের লাইন ঠিক করা হয়
২.ডিশ দেওয়া হয়
৩ কাজের বুয়া সাপ্লাই দেওয়া হয়
৪.উনি একজন মনচোর। আমার মন চুরি করে পালাইছে। একে ধরিয়ে দিন। ধরিয়ে দিতে পারলে ১০০০০০ টাকা পুরস্কার। সাথে প্রিয়জনের সাথে উগান্ডায় ৩ দিন ২ রাত থাকা ফ্রি।
৫.পুরান মাল,প্লাস্টিকের খেলনা বিক্রি করতে পারছেন না? নিচের নাম্বারে যোগাযোগ করুন।
৬.আপনি ব্যাচেলর? মশারি টানাতে পারেন না?? আপনার জন্য আমাদের টানাও সার্ভিস। যোগাযোগ করুন নিচের নাম্বারে।
৭.আপনার সন্তান ঘুমায় না। জ্বালাতন করে? ভুতের ভয় দেখাতে চান? কুৎসিত কাউকে পাচ্ছেন না? এই নাম্বারে ফোন দিন। বাসায় যেয়ে আপনার সন্তানকে ভয় দেখিয়ে ঘুম পাড়িয়ে দিবে। ১০০% পরীক্ষিত।
৮.চরপাড়া হারবাল। যোগাযোগের উপায় ০১৭.......
৯.আপনার বাচ্চা হিস্যু করছে না?? নিতে পারেন আমাদের মুতাও সার্ভিস। এই ব্যাক্তি কোলে নিলেই আপনার বাচ্চা হিস্যু করে পুরো বাড়ি ভাসিয়ে দিবে।বিফলে মূল্য ফেরত!
আরও অনেক কিছু আছে। বললে মান সম্মান ধুলায় মিশে যাবে।
মাইয়ারে আফা,খালাম্মা ডাইকা কইলাম এসব পোস্টার ছিঁড়ে ফেলার ব্যাবস্থা করতে। আর এদিকে আমি ফোনের জ্বালায় ঠিকতে পারতেছিনা।
বন্ধু বান্ধব গুলাও সেই মজা নিতেছে। অনেকে আমার সাথে দেখা করতে আসতেছে। সেলফি তুলতেছে। অনেকে এমন অদ্ভুতভাবে তাকাচ্ছে মনে হচ্ছে চিড়িয়াখানার অদ্ভুত জন্তু দেখতেছে।
সেদিন এক রেস্টুরেন্টে খাইতে গেলাম। কয়েকজন বিশালদেহী জানোয়ার আইসা আমারে ধরছে। আর বলতেছে পাইয়া গেছি উগান্ডার টিকেট। কিয়েক্টা অবস্থা।
দেশে ঠিকা মুশকিল হয়ে গেছে। তাই বিদেশ যাইতাছি গা। আজ রাতেই ফ্লাইট। কেউ আটকাইলে আটকাইতে পারেন। না আটকাইলে আর কি করা। দোয়া করবেন। বিদায় পৃথিবী।
রম্যগল্প
জাবেদ
Post a Comment