গল্পঃ- ব্রেকআপ,লেখাঃ-আকাশ


এই মূহুর্তে তুমি যে কষ্টটা পাচ্ছো, সেই কষ্টটার পেছনে বা সামনে অবশ্যই একটা কারণ আছে !!
.
৫ বছর ধরে মানুষটা তোমাকে ভালোবাসছে, হুট করে সে চলে গেলো ... যাওয়ার আগে বলে গেলোঃ "তোমাকে এখন আর ভাল্লাগে না" ... ফোন নাম্বার ব্লক, ফেইসবুকে ব্লক,
সামনা সামনি দেখা নাই ... শেষ ...
একটা সম্পর্ক শেষ করাটা এখন
একটা কাগজ কে মুচড়ে ছুঁড়ে ফেলে
দেয়ার মতই সহজ !!
শুধু তোমার জন্যই ব্যাপারটা সহজ
না ... তুমি প্রথম অনেকগুলা দিন
বিশ্বাস করতে পারবা না কিছু ...
বারবার নির্লজ্জের মত তুমি চেষ্টা করে যাবা মানুষটাকে ফিরায়ে আনতে ... সে তোমার কোন কথা শুনবে না ... তোমার কোন কান্নাই তার মনে আর দাগ কাটবে না !!
তোমাকে চরমভাবে অপমান করা হবে ... সেই অপমানে তোমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হবে ... কিন্তু তুমি অসহায়ের মত ভালোবাসা চাইতে থাকবা ... তোমার চাওয়া তে কোন ভুল নেই !! ভুলটা ছিলো মানুষটার ভেতরেই ... শুরুতে সেই ভুল তোমার চোখে পড়ে নি ... প্রতারিত হওয়া আর কষ্ট পাওয়ার পর্ব শেষেই তুমি ঠান্ডা মাথায় আবিষ্কার করবা, তুমি ভুল
মানুষ কে বেছে নিয়েছিলে !!
.
তোমার বেঁচে থাকার ইচ্ছে চলে যাবে ... হাজার সান্ত্বনাতে কাজ হবে না ... ঘুমের ওষুধ গিলে তুমি শান্তি পেতে চাইবে, শান্তি পাবে না ... ডিপ্রেসনে পড়ে তুমি পাগল হয়ে যাবা ... তুমি মরতেও পারবা না, বাচতেও পারবা না ... অসহ্য একটা জীবন কাটাতে হবে তোমাকে !!
তুমি আর কাউকে বিশ্বাস করতে পারবা না ... হ্যাঁ, কাউকেই না ... তোমার মনে হবে, তুমি আর কখনো কাউকে ভালোবাসতে পারবা না ... সম্ভব না কাউকে আর ভালোবাসা ...
এভাবেই তোমাকে জীবন কাটাতে হবে ... কষ্ট নিয়ে, ডিপ্রেসন নিয়ে !!
ঘড়ির কাটার টিক টিক শব্দ কিংবা
ক্যালেন্ডারের পাতা ওল্টানোর তালে সময় যাবে ... আস্তে আস্তে তুমি খেয়াল করবা, তোমার আর আগের মত কষ্ট হচ্ছে না ... প্রতি মূহুর্তে তুমি ডুকরে কেঁদে উঠতা আগে, এখন আর কান্না আসে না ... তুমি শক্ত হয়ে গেছো, পাথরের মত শক্ত ... তুমি কষ্ট সহ্য করতে শিখে ফেলেছো ... তুমি বেঁচে থাকতে শিখে গেছো ... অমানুষদের ভীড়ে মানুষ হয়ে বেঁচে থাকতে শিখে গেছো !!
তোমার জীবনে আবার ভালোবাসা আসবে ... আসতেই হবে ... ভালোবাসা ছাড়া জীবন হয় নাকি ... তোমার ভয় হবে, ভীষণ ভয় ... সেই ভয়টুকুই কেউ
একজন দূর করে দিবে ... পৃথিবীতে
শুধু "ভুল মানুষ"ই আছে নাকি ?? ... উহু ... "ঠিক মানুষ" ও আছে ... সেই "ঠিক মানুষ" এসে তোমার সবকিছু ঠিক করে দিবে !!
তোমার জীবনে এমন একটা দিন আসবে, যেদিন আকাশের দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে নিতে তুমি মনে মনে বলবেঃ "ভালো আছি ... খুব ভালো আছি !!"
ঐ "ভালো থাকা" এর জন্যই এতকিছু ... বিশ্বাস করো, শুধু ঐ দিনটার
জন্য হলেও বেঁচে থাকো, টিকে থাকো, সহ্য করতে থাকো ... তুমি পারবা ... অবশ্যই পারবা !!"
লেখকঃঃঃঃ আকাশ

Post a Comment

Previous Post Next Post