কষ্ট আমার অষ্টে-পৃষ্ঠে, কষ্ট ভরা মন
কষ্ট আমার বুকের মাঝে, জ্বলে সারাক্ষন।
কষ্ট নদী কষ্ট পাহাড়, কষ্ট ঝর্না ধারা
কষ্ট আমার উথাল পাথাল, কষ্ট তুমি হারা।
কষ্ট আমার বুকের মাঝে, জ্বলে সারাক্ষন।
কষ্ট নদী কষ্ট পাহাড়, কষ্ট ঝর্না ধারা
কষ্ট আমার উথাল পাথাল, কষ্ট তুমি হারা।
কষ্ট ভাল কষ্ট খারাপ, কষ্ট ভারি পাথর
কষ্ট আমার চোখের মাঝে, কষ্টে আমি কাতর।
কষ্ট তুমি কষ্ট আমি, কষ্ট সবটা জুড়ে
কষ্ট আমার হয়েও আপন, সবাই কেন আজ দূরে!
কষ্ট আমার চোখের মাঝে, কষ্টে আমি কাতর।
কষ্ট তুমি কষ্ট আমি, কষ্ট সবটা জুড়ে
কষ্ট আমার হয়েও আপন, সবাই কেন আজ দূরে!
কষ্ট লাল কষ্ট নীল, কষ্ট সাদা রক্ত
কষ্ট আমার অদৃশ্য ব্যাথা, কষ্ট বড় শক্ত।
কষ্ট আগে কষ্ট পরে, কষ্ট উপর নিচে
কষ্ট আমার হাতের রেখায়, সুখ গুলো সব মিছে!
কষ্ট আমার অদৃশ্য ব্যাথা, কষ্ট বড় শক্ত।
কষ্ট আগে কষ্ট পরে, কষ্ট উপর নিচে
কষ্ট আমার হাতের রেখায়, সুখ গুলো সব মিছে!
কষ্ট উড়ে কষ্ট ঝড়ে, কষ্ট বৃষ্টি কণা
কষ্ট আমার মুখের ভাজে, কান্না করা মানা।
কষ্ট হাসি কষ্ট কান্না, কষ্ট মরুভমি
কষ্ট আমার সর্ব অঙ্গে, নেই কেন পাশে তুমি।
কষ্ট আমার মুখের ভাজে, কান্না করা মানা।
কষ্ট হাসি কষ্ট কান্না, কষ্ট মরুভমি
কষ্ট আমার সর্ব অঙ্গে, নেই কেন পাশে তুমি।
Post a Comment