বাংলার শ্রেষ্ঠ জোকস
বল্টুর চোখ দুটো হঠ্যাৎ খারাপ হয়ে গেলো, কিছুই দেখতে পায় না,
একদিন চলে গেলো তার ভাবির বাসায়,
:
তার ভাবি গোসল খানায় গোসল করছিলো, হঠ্যাৎ দরজায় নক,
ঠক ঠক ঠক ঠক,,
:
ভাবি বললো, কে?
:
ভাবি আমি বল্টু, দরজা খুলো দরকার আছে,
:
ভাবির গোসল তখনও সেষ হয়নি,
ভাবি বললো একটু অপেক্ষা কর, আসছি,
বল্টু ঠক ঠক ঠক ঠক করেই চলছে,
ভাবি বললো কিজে করি, ঐ দারা আসছি,
:
ভাবি মনে মনে ভাবলো বল্টুতো অন্ধো কিছু দেখতে পায়না, দেখিতো কি হয়েছে,
এমনেই যাই কোন সমষ্ষা নেই, বল্টু তো অন্ধো
:
দরজার আরাল থেকে দরজা খুলে দিলো,
বললো কি হইছে বল্টু,
:
বল্টু মিষ্টি নিয়ে দাড়িয়ে আছে,
:
মিষ্টি দেখে ভাবি বললো আয় ভেতরে আয়,
:
খুব সাবধানে,
:
বল্টু র সামনে গিয়ে ভাবি বললো, এগুলো কিসের মিষ্টি,
:
:
বল্টু বললো ভাবি,
আজ সকাল থেকে অামি আবার দেখতে পাইতেছি,
:হে হে হে হে হে,,,,
Post a Comment