[কবিতা]নামঃ ছুঁয়ে দিতে অন্ধকার লিখিকাঃশামীমা সুলতানা

ছুঁয়ে দিতে অন্ধকার

শামীমা সুলতানা।
---------------------


আমি এসেছি এই পৃথিবীতে ছুঁয়ে দিতে অন্ধকার 
তাড়াতে শ্রাবণ আকাশে কালো মেঘের আকার। 
দেখতে চাই দু'নয়নে যা কিছু আছে অহংকার 
মেঘেরা অদৃশ্য হয়ে নীলাম্বরী গগণ নিরাকার।

জননীর হৃদয় করে হাহাকার কেঁদে মরে অন্তর
রক্তে মাংসে তৈরি আত্মজ উদরে কষ্ট নিরন্তর। 
উদার বুকে টেনে নিতে আজ নেই অধিকার 
এ কেমন অনাচার! মুছে দিবো সব অবিচার।

অগণিত গোলাপ মালীর ভুলে এখন বাগাড়ে 
নির্বাক তারা বেদনায় বিবর্ণ যন্ত্রনা, আহা রে! 
শত সহস্র প্রেমী তবু কেন ঠাই তার আঁধার? 
উদ্ধারে নেই কারো দায়ভার, এ কেমন বিচার?

আমি ক্ষান্ত নদী, আছে দৃশ্যমান শুধু ঘোলা জল 
তবুও শুধু আমার আছে হৃদয়ে মমতার অতল। 
পরিচ্ছন্ন করবো আমি আজ যা কিছু ভ্রষ্টাচার 
এসেছি এই ভূমণ্ডলে আমি ছুঁয়ে দিতে অন্ধকার।

মনে রেখো...
জন্মধাত্রী মায়ের পদতলে বেহেশত সন্তানের
উহ! শব্দটি যেন না বের হয় মায়ের মুখের।

Post a Comment

Previous Post Next Post