Song: Parbi Ki Tui ( পারবি কি তুই ) samz vai
Singer: Samz Vai
পারবি কি তুই লিরিক্স
খেয়ালের আড়ালে কালো চাঁদ উঠেছে
আর আমি বোকা জবাফুল মোরে গেছি আদরে...
নির্বাক ওই চাহনির নিচেজমে থাকা ধুলোয়
মুছে গেছে আমার ছবিটা এক তপ্ত বিকেলে...।
এই আমি পাথর নই তবু কোনো ভেঙ্গে চুরমার করে দিলি
তোরি সেই কালো জাদুর মায়াতে
কেনো মোরে কব্জা করে নিলি?
পারবি কি তুই চোখের কালো দাগ আমার মুছে দিতে?
পারবি কি তুই মৃত্যুর কোল থেকে
ফিরিয়ে নিয়ে আমায় আবার সাজাতে?
আমি আজ বড় অসহায় তুই হারাতে
কেনো করলি এত অভিমান ভালবাসাতে
আমার এক হাতে ভাঙ্গা কলম
চোখের জ্বলে ভেজা খাতা
লাইন বাই লাইন কইয়া গেলেও
ফুরাইব না মনের ব্যথা
ভাবতেও খুব অবাক লাগে
তুই আমারে ভুইল্লা যাবি
কান্দাইয়া এই আমারে
নিয়া গেলি সুখের চাবি
আমার আধ্মরা এই লাশ
টানলি মাসের পরে মাস
না দিলি পোড়া মাটি
পারলে কবর দিয়া যাস
কিছু ব্যথা জং ধইরাছে মনে
ভেল্কি দেখাইলি গোপনে
আমার নরম বুকটা পাইয়া
করলি তুই সুখ দুঃখের চাষ
আমার মনটারে কি পাইছিলি তুই
গুলিস্তানের বাজার?
নানান হিসাব নিকাশ কইরা
পরে কেন মুখ ফিরালি আবার?
কিছু স্মৃতি সর্প হইয়া দংশন করে
রাইত বিরাইতে স্বপ্নে
এতসব আদরের ডাক ভুইলা এখন তুই
কেমনে ডাকস আপ্নে?
আমার ঘুড়ির ওই মত জীবন দিলি সুতাটারে ছাইড়া
বিশ্বাস কর পারব না কেউ তরে ভালবাসতে
আমার মত কইরা
জীবন আর মায়ার ব্যাখ্যা
সবই তো আজ বুইজ্জা গেসি
নিস্বাস টা ভালবাইসা আজো
লাশের মত বাইচা আছি
পারবি কি তুই চোখের কালো দাগ আমার মুছে দিতে?
পারবি কি তুই মৃত্যুর কোল থেকে
ফিরিয়ে নিয়ে আমায় আবার সাজাতে?
আমি আজ বড় অসহায় তুই হারাতে
কেনো করলি এত অভিমান ভালবাসাতে
পারবি কি তুই চোখের কালো দাগ আমার মুছে দিতে?
পারবি কি তুই মৃত্যুর কোল থেকে
ফিরিয়ে নিয়ে আমায় আবার সাজাতে?
আমি আজ বড় অসহায় তুই হারাতে
কেনো করলি এত অভিমান ভালবাসাতে
parbi ki tui lyrics by samz vai
video-

Post a Comment