অসাধারন একটা কবিতা ,পড়ে দেখুন ভাল লাগবেই,কবিতার নামঃ-পঁচিশ বছর পর,লেখখ এর নামঃ বাবু।


পঁচিশ বছর পর
@বাবু
আমাদের কথাগুলু আজ ফুরিয়ে গেছে
দুজন দুজনের দিকে তাকাচ্ছি শুধু 
আমার চোখে তোমার কয়েকটা পাকা চুল 
তোমার চোখে আমার কুঁচকানো দুটো চোখ
দুজন দুজনকে দেখছি, পরখ করছি নিখুঁতভাবে
খুটিয়ে বের করছি একে অপরের খুত
অথচ পঁচিশ বছর আগে আমার ভালোবাসাটা ছিল কত নিখুঁত।
আমাদের কথাগুলু আজ ফুরিয়ে গেছে
তুমি এসেছো রঙ্গিন গাড়িতে,লালপার শাড়ি পড়ে
আমার পায়ে এখনো সেই জীর্ণশীর্ণ পাঞ্জাবি 
বদলে গেছো কত তুমি,স্বামীর ভালবাসায় আছো সুখী
অথচ পঁচিশ বছর পর আমি অন্যকাওকে নিয়ে হতে পারিনি সুখী।
আমি কিন্তু এখনো সেই বেহিসাবি ছেলেটা 
পরখ করে নিতে পারো
বুঝতে পারবে তোমার সুখের ওই পঁচিশ বছরে
একটু ও কমেনি আমার ভালবাসাটা।

Post a Comment

Previous Post Next Post