তোমার_শহরে_আমি #দ্বিতীয়_পর্ব








গতকাল রাত থেকে শরীরে জ্বর এসেছে তাই আজকে আর অফিসে যেতে পারি নি।মাথায় প্রচন্ড ব্যথা উঠে ঠিকমত দারাতে পারছি না।তাও কেন যানি বারান্দায় যেতে খুব ইচ্ছে হল।
বারান্দায় গিয়ে দেখি মেয়েটি দারিয়ে আকাশ দেখতেছে।আমি যেতেই মেয়েটি আমাকে দেখে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।মেয়েটি আমাকে দেখে কোন ভাবে হয়তো বুঝে গেছে আমি অসুস্থ আর তাই হয়তো এভাবে
আছে
মেয়েটা এভাবে তাকিয়ে থাকলে আমি মেয়েটার চোখের গভীরতায় হারিয়ে যায়।মেয়েটার চোখে অনেক মায়া আছে।তাই বারে বারে সেই চোখে তাকিয়ে থাকতে মন চায়,বার বার ঐ চোখের গভীরতায় হারিয়ে যেতে ইচ্ছে হয়।
শরীরের জ্বর কমে যাওয়ায় আজকে অফিসে এসেছি।কিন্তু অফিসের কোন কাজেই ঠিক মত মন বসাতে পারছি না,,,
আজকের দিনটা মনে হচ্ছে অনেক বড় একটা দিন।বার বার ঘরিতে তাকিয়ে সময় দেখছি কিছুতেই যেন সময় ফুরুচ্ছে না,,,,
অফিস ছুটি হতেই বাসায় চলে গেলাম।
প্রায় এক ঘন্টা ধরে বারান্দায় দারিয়ে আছি কিন্তু সে এখনো বারান্দায় আসেনি।আমি কখনো একটার বেশি সিগারেট খাইনা কিন্তু আজকে ওর কথা কল্পনা করতে করতে অনেক গুলি সিগারেট খেয়ে ফেলেছি,,,
মেয়েটা আকাশের দিকে তাকিয়ে আছে কিন্তু আজকে আকাশে কোন চাঁদ নেই তবে অসংখ্য তারা আছে আকাশে।তারা গুলি মিট মিট করে জ্বলছে হয়তো তারা গুলিকে দেখতেছে।
তবে একটা বিষয় খেয়াল করে দেখলাম।মেয়েটা আজকে একটা নীল জামা পরেছে।ওকে দেখতে ঠিক নীল পরীর মত লাগতেছে।যদিও আমি কখনো পরী দেখি নি।তবে শুনেছি পরী নাকি দেখতে খুব সুন্দর হয় তাই তাকে আমি নীল পরীর সাথে তুলনা করেছি,,,
আজকে শুক্রবার আমি আজকে বাড়িতে যাচ্ছি। গতকাল রাতে বাবা ফোন দিয়ে জরুরি ভাবে বাড়িতে যেতে বলেছে।যদিও কোন কারন বলেনি কিন্তু আমি ঠিকি বুঝে গেছি আমাকে কেন যেতে বলেছে,,,,
তুই তো মেয়ে দেখেছিস আলাদা ভাবে মেয়ের সাথে কথা বলেছিস।এখন বল এই মেয়েকে তোর পছন্দ হয়েছে কিনা।
-না মা,এই মেয়েকেউ আমার পছন্দ হয় নি।
-মেয়েটা দেখতে যতেষ্ট সুন্দর।শিক্ষা দীক্ষায় অনেক ভাল তাহলে তোর পছন্দ না হওয়ার কোন কারন তো আমি দেখতেছি না।
-মা আমি একটা মেয়েকে আমার ভালো লাগে।
-এই কথাটা আগে বললেই পারতি।তাহলে তো আমরা তোর জন্য এতগুলি মেয়ে দেখি না।
-আগে কেমনে বলবো।ঢাকায় যাওয়ার পর তাকে দেখেছি আমি।
-মেয়ের নাম কি,বাড়ি কোথায়,কি করে কিছু জানিস ??
-আমি এসব কিছু জানি না মা।আমি শুধু মেয়েটাকে কয়েক বার দেখেছি।
-খুঁজ নিয়ে জানতে পারলি মেয়েটা বিবাহিত তখন কি করবি।
-মেয়েটাকে দেখে মনে হয় না মেয়েটা বিবাহিত।
-মেয়েটাকে দেখে এটাও বুঝে গেছিস।
-দেখতে হবে না মা ছেলেটা কার।
আমার কথা শুনে মা হাঁসল।
আমি ধন্যে এই রুকম একটা পরিবারে জন্ম গ্রহন করে।আমি যাই করি না কেন মা সব সময় আমাকে সাপোর্ট করে।
বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেল।বারান্দায় গিয়ে দেখি বারান্দাটা খালি পরে আছে।অনেক রাত হয়ে গেছে তাই হয়তো মেয়েটাকে বারান্দায় দেখতে পেলাম না।
শরীরটা খুব ক্লান্ত লাগছে তাই বিছানায় শুতেই ঘুমিয়ে গেলাম।
আজকে অফিসে যেতেই কামাল ভাই বলল,,,
-আপনার জন্য একটা গুড নিউজ আছে।
-গুড নিউজটা কি ?



চলবে

Post a Comment

Previous Post Next Post